ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“ঈদে ‘তাণ্ডব’ হাউজফুল হলেও ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে ঘটল ভাঙচুর ও লুটপাটের ঘটনা”

ঈদের দিনে মুক্তি পাওয়া শাকিব খানের ছবি ‘তাণ্ডব’ প্রতিক্ষিত হওয়ায় প্রায় সব শো হাউজফুল হয়েছে এবং দর্শকরা শাকিবের অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন। প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের আমেজ বিরাজ করলেও, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

শনিবার (৭ জুন) বিকালে সি কে ঘোষ রোডের এই পুরনো হলটিতে ছবির শেষ দিকে হঠাৎ স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর ও লুটপাট চালায়। চলতি শো’র সময় কারিগরি সমস্যার কারণে সিনেমা বন্ধ হয়ে গেলে দর্শকরা চেয়ার, পোস্টার, আসন ও টিকিট কাউন্টারের দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। ৬টা থেকে ৭টা পর্যন্ত শো বন্ধ রাখা হয়।

ময়মনসিংহ মহানগর পুলিশের এএসআই মো. রাসেল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “সমস্যা হতে পারে, তবে আইন নিজের হাতে নেওয়া উচিত নয়।”

২০০২ সালের বোমা হামলা ও মানহীন সিনেমার কারণে ময়মনসিংহের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে শুধুমাত্র ছায়াবাণী হল টিকে আছে। সাধারণত দর্শকশূন্য থাকা এই হল ঈদের সময়ে ‘তাণ্ডব’ ছবির কারণে দর্শক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের সামাল দিতে কঠিন হয়ে পড়ে।

জনপ্রিয় সংবাদ

একটু দেরি হলেই ওর আর ফেরা হতো না” — মাইলস্টোনের ছাত্র আরিয়ানের মায়ের করুণ স্মৃতি

“ঈদে ‘তাণ্ডব’ হাউজফুল হলেও ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে ঘটল ভাঙচুর ও লুটপাটের ঘটনা”

আপডেট সময় ১২:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

ঈদের দিনে মুক্তি পাওয়া শাকিব খানের ছবি ‘তাণ্ডব’ প্রতিক্ষিত হওয়ায় প্রায় সব শো হাউজফুল হয়েছে এবং দর্শকরা শাকিবের অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন। প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের আমেজ বিরাজ করলেও, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

শনিবার (৭ জুন) বিকালে সি কে ঘোষ রোডের এই পুরনো হলটিতে ছবির শেষ দিকে হঠাৎ স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর ও লুটপাট চালায়। চলতি শো’র সময় কারিগরি সমস্যার কারণে সিনেমা বন্ধ হয়ে গেলে দর্শকরা চেয়ার, পোস্টার, আসন ও টিকিট কাউন্টারের দরজা-জানালা ভাঙচুর শুরু করেন। ৬টা থেকে ৭টা পর্যন্ত শো বন্ধ রাখা হয়।

ময়মনসিংহ মহানগর পুলিশের এএসআই মো. রাসেল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, “সমস্যা হতে পারে, তবে আইন নিজের হাতে নেওয়া উচিত নয়।”

২০০২ সালের বোমা হামলা ও মানহীন সিনেমার কারণে ময়মনসিংহের অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে শুধুমাত্র ছায়াবাণী হল টিকে আছে। সাধারণত দর্শকশূন্য থাকা এই হল ঈদের সময়ে ‘তাণ্ডব’ ছবির কারণে দর্শক বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের সামাল দিতে কঠিন হয়ে পড়ে।