ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভোট ডাকাতি রুখে দেওয়ার হুঁশিয়ারি শফিকুল ইসলাম মাসুদের: “বাউফলে এক ইঞ্চি মাটিতেও অন্যায় করতে দেব না”

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা এবার ভোট ডাকাতি হতে দেব না। ভোটকেন্দ্রে জালিয়াতি হতে দেব না। আমাদের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেব না। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

রোববার (৮ জুন) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন লড়াই করতে জানি, ঠিক তেমনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেও জানি। এই এলাকার মানুষ ভোট ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।”

ভোটের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বিগত ১৭ বছরে বহু তরুণ ও যুবক একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের কানে যদি কেউ বলে, ভোট না দিলেও চলবে, ফলাফল ঘোষণা করে দেওয়া হবে—তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গোটা দেশের ৫৬ হাজার বর্গমাইলের কী হবে জানি না, তবে বাউফলের এক ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ এবং নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

ভোট ডাকাতি রুখে দেওয়ার হুঁশিয়ারি শফিকুল ইসলাম মাসুদের: “বাউফলে এক ইঞ্চি মাটিতেও অন্যায় করতে দেব না”

আপডেট সময় ০৭:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা এবার ভোট ডাকাতি হতে দেব না। ভোটকেন্দ্রে জালিয়াতি হতে দেব না। আমাদের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেব না। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

রোববার (৮ জুন) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন লড়াই করতে জানি, ঠিক তেমনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেও জানি। এই এলাকার মানুষ ভোট ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।”

ভোটের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বিগত ১৭ বছরে বহু তরুণ ও যুবক একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের কানে যদি কেউ বলে, ভোট না দিলেও চলবে, ফলাফল ঘোষণা করে দেওয়া হবে—তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গোটা দেশের ৫৬ হাজার বর্গমাইলের কী হবে জানি না, তবে বাউফলের এক ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ এবং নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ প্রমুখ।