ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত নেইমার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

মহামারি কোভিড-১৯ ভাইরাস আবারও বিশ্বব্যাপি মাথাছাড়া দিয়ে উঠছে। এরই মধ্যে কিছু মৃত্যুর ঘটনাও ঘটছে। কোভিড-১৯ এর বিস্তারের কারণে বিশ্বব্যাপি সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, তাদের তারকা ফুটবলার নেইমার কোভিড-১৯ পজিটিভ।

এমনিতেই ক্যারিয়ারের চরম খারাপ সময় পার করছেন নেইমার। কিছুদিন আগে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে খেলতে নেমে হাত দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন তিনি। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিলো তাকে। সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলেছেন নেইমার। ইনজুরি ও ফিটনেস সমস্যায় নিয়মিত মাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এমনিতেই একের পর এক ইনজুরির কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হচ্ছে, সান্তোসের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তারওপর লাল কার্ড- সব মিলিয়ে নেইমারের অবস্থা শোচনীয়।

তারওপর এবার আবারও বড় ধাক্কা খেলেন তিনি। কোভিড-১৯ পজিটিভ হয়ে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষা পজিটিভ আসে এবং তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

ক্লাবের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর মেডিকেল বিভাগের পরামর্শে পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ ধরা পড়ে। সে সময় থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে বাড়িতে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হন নেইমার। তখন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলতেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তখন চার মাস চিকিৎসা ও বিশ্রামের পর অনুশীলনে ফিরেছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

করোনা আক্রান্ত নেইমার

আপডেট সময় ০৯:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

মহামারি কোভিড-১৯ ভাইরাস আবারও বিশ্বব্যাপি মাথাছাড়া দিয়ে উঠছে। এরই মধ্যে কিছু মৃত্যুর ঘটনাও ঘটছে। কোভিড-১৯ এর বিস্তারের কারণে বিশ্বব্যাপি সতর্কতাও জারি করা হয়েছে। এরই মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, তাদের তারকা ফুটবলার নেইমার কোভিড-১৯ পজিটিভ।

এমনিতেই ক্যারিয়ারের চরম খারাপ সময় পার করছেন নেইমার। কিছুদিন আগে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে খেলতে নেমে হাত দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন তিনি। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিলো তাকে। সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলেছেন নেইমার। ইনজুরি ও ফিটনেস সমস্যায় নিয়মিত মাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এমনিতেই একের পর এক ইনজুরির কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হচ্ছে, সান্তোসের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তারওপর লাল কার্ড- সব মিলিয়ে নেইমারের অবস্থা শোচনীয়।

তারওপর এবার আবারও বড় ধাক্কা খেলেন তিনি। কোভিড-১৯ পজিটিভ হয়ে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষা পজিটিভ আসে এবং তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

ক্লাবের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর মেডিকেল বিভাগের পরামর্শে পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ ধরা পড়ে। সে সময় থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে বাড়িতে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হন নেইমার। তখন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলতেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তখন চার মাস চিকিৎসা ও বিশ্রামের পর অনুশীলনে ফিরেছিলেন তিনি।