ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

এবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। রবিবার (৮ জুন) গভীররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান মো. আবদুল হামিদ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীর সামাদ। তিনি বলেন, ““থাই এয়ারওয়েজের টিজি-৩৯৯ ফ্লাইট, যেটা রাত ১টা ২৫ মিনিটে বিমান বন্দরের পৌঁছায়; সেই ফ্লাইটে তিনি (আবদুল হামিদ) এসেছেন।”

জানা গেছে দেশে ফেরার সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। এস এম রাগীব সামাদ বলেন, “আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।”

সাবেক রাষ্ট্রপ্রধানকে উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামানো হয়। তার পরনে লুঙ্গি ও নীল রঙের একটি চাঁদর দেখা গেছে। গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।

আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারাদেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় ১০:৫৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

এবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। রবিবার (৮ জুন) গভীররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান মো. আবদুল হামিদ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীর সামাদ। তিনি বলেন, ““থাই এয়ারওয়েজের টিজি-৩৯৯ ফ্লাইট, যেটা রাত ১টা ২৫ মিনিটে বিমান বন্দরের পৌঁছায়; সেই ফ্লাইটে তিনি (আবদুল হামিদ) এসেছেন।”

জানা গেছে দেশে ফেরার সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। এস এম রাগীব সামাদ বলেন, “আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।”

সাবেক রাষ্ট্রপ্রধানকে উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামানো হয়। তার পরনে লুঙ্গি ও নীল রঙের একটি চাঁদর দেখা গেছে। গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।

আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারাদেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।