ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণ ছিল ফুচকা খাওয়ার পর টিস্যু না পাওয়া।

ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, উপজেলার পাঠানপাড়া এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরাইল পাঠানপাড়া এলাকায় স্থাপিত শিশুদের রাইড কেন্দ্রিক ভিড়ের মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামের একটি দোকানে কোট্টাপাড়া এলাকার যুবক রাব্বী ফুচকা খান।

খাওয়ার পর হাত মোছার জন্য টিস্যু চাইলে দোকান মালিক মজিবুর পাঠান জানান, টিস্যু নেই। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে গড়ায়।

খবরটি দ্রুত কোট্টাপাড়া ও পাঠানপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া অংশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন এবং এ সময় দুই ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান,“খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি।”

জনপ্রিয় সংবাদ

একটু দেরি হলেই ওর আর ফেরা হতো না” — মাইলস্টোনের ছাত্র আরিয়ানের মায়ের করুণ স্মৃতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৩:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণ ছিল ফুচকা খাওয়ার পর টিস্যু না পাওয়া।

ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, উপজেলার পাঠানপাড়া এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরাইল পাঠানপাড়া এলাকায় স্থাপিত শিশুদের রাইড কেন্দ্রিক ভিড়ের মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামের একটি দোকানে কোট্টাপাড়া এলাকার যুবক রাব্বী ফুচকা খান।

খাওয়ার পর হাত মোছার জন্য টিস্যু চাইলে দোকান মালিক মজিবুর পাঠান জানান, টিস্যু নেই। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে গড়ায়।

খবরটি দ্রুত কোট্টাপাড়া ও পাঠানপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া অংশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন এবং এ সময় দুই ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান,“খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি।”