ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সফরের পথে লন্ডনে ড. ইউনূস, হোটেল ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন পুলিশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের পথে লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। স্থানীয় সময় ১০ জুন সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

ড. ইউনূসের এই সফর ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করবেন তিনি।

তবে তার লন্ডন সফরকে কেন্দ্র করে হোটেলের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন হোটেলের সামনে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন। অন্যদিকে, রাস্তার অপর পাশে ড. ইউনূসের সমর্থকরাও পাল্টা সমাবেশ করে তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে হোটেল এলাকাজুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

এছাড়া, সফরকালে ড. ইউনূস হোটেল লবিতে বসেই একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

 

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

যুক্তরাষ্ট্র সফরের পথে লন্ডনে ড. ইউনূস, হোটেল ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা, মোতায়েন পুলিশ

আপডেট সময় ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের পথে লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। স্থানীয় সময় ১০ জুন সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

ড. ইউনূসের এই সফর ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। সফরের অংশ হিসেবে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক “কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড” গ্রহণ করবেন তিনি।

তবে তার লন্ডন সফরকে কেন্দ্র করে হোটেলের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নিয়েছেন হোটেলের সামনে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন। অন্যদিকে, রাস্তার অপর পাশে ড. ইউনূসের সমর্থকরাও পাল্টা সমাবেশ করে তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে হোটেল এলাকাজুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

এছাড়া, সফরকালে ড. ইউনূস হোটেল লবিতে বসেই একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।