ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

“শেখ হাসিনার বিষয়ে মোদি কোনো সহায়তা করেননি”—চ্যাথাম হাউসে অভিযোগ ইউনূসের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে বুধবার দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, গত এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় মোদির সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ‘চুপ থাকার’ আহ্বান জানাতে মোদিকে অনুরোধ করেন। কিন্তু মোদি এ বিষয়ে কিছু না করে সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন। ড. ইউনূস বলেন, “এটা বিস্ফোরক পরিস্থিতি, আর আপনি সেটা সোশ্যাল মিডিয়ার কাঁধে চাপিয়ে দায় এড়াতে পারেন না।”

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন দমনের সময় প্রায় ১,৪০০ মানুষ হত্যার অভিযোগ রয়েছে, যার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। শেখ হাসিনাকে তলবও করা হয়েছে, এবং তিনি সাড়া না দিলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানান ইউনূস।

বর্তমানে শেখ হাসিনা দিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি।

ড. ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে, তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভুয়া সংবাদ প্রকাশের কারণে সেই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি এসব সংবাদ নাকি ভারতীয় নীতিনির্ধারকদের নির্দেশে প্রকাশ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

“শেখ হাসিনার বিষয়ে মোদি কোনো সহায়তা করেননি”—চ্যাথাম হাউসে অভিযোগ ইউনূসের

আপডেট সময় ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে বুধবার দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, গত এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় মোদির সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ‘চুপ থাকার’ আহ্বান জানাতে মোদিকে অনুরোধ করেন। কিন্তু মোদি এ বিষয়ে কিছু না করে সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন। ড. ইউনূস বলেন, “এটা বিস্ফোরক পরিস্থিতি, আর আপনি সেটা সোশ্যাল মিডিয়ার কাঁধে চাপিয়ে দায় এড়াতে পারেন না।”

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন দমনের সময় প্রায় ১,৪০০ মানুষ হত্যার অভিযোগ রয়েছে, যার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। শেখ হাসিনাকে তলবও করা হয়েছে, এবং তিনি সাড়া না দিলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানান ইউনূস।

বর্তমানে শেখ হাসিনা দিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি।

ড. ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে, তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভুয়া সংবাদ প্রকাশের কারণে সেই চেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি এসব সংবাদ নাকি ভারতীয় নীতিনির্ধারকদের নির্দেশে প্রকাশ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।