ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে পুলিশ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি 

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। বৃহস্পতিবার (১২ জুন) সকালে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। ওই সময় তাকে মারধর করে মোবাইল ও টাকা কেড়ে নেয় ১০-১৫ জনের একটি দল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

এদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, সকালে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারে মবের শিকার হন এক পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে। ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদুর রহমান ২০১৭ সালের আগে পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেই কারণে তাকে স্থানীয় লোকজন চেনেন। পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি রাজবাড়ীর দুটি থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

এই ঘটনার সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলে এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্লবী থানায় অভিযোগ করা হয়েছে। তবে ওসি শফিউল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

মিরপুরে পুলিশ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি 

আপডেট সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

এবার রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান। বৃহস্পতিবার (১২ জুন) সকালে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। ওই সময় তাকে মারধর করে মোবাইল ও টাকা কেড়ে নেয় ১০-১৫ জনের একটি দল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

এদিকে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, সকালে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজারে মবের শিকার হন এক পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে। ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদুর রহমান ২০১৭ সালের আগে পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেই কারণে তাকে স্থানীয় লোকজন চেনেন। পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি রাজবাড়ীর দুটি থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

এই ঘটনার সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলে এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্লবী থানায় অভিযোগ করা হয়েছে। তবে ওসি শফিউল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।