ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক মানুষ। শনিবার আল-তাহলিয়া রাউন্ডআবাউট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার মৃত ও আহতের ভিড়ে উপচে পড়ছে।’

এই হত্যাযজ্ঞ এমন এক সময়ে ঘটল যখন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি ত্রাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে এমন এলাকায়, যা পুরোপুরি ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বহু পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থা এই ধরনের ত্রাণ কেন্দ্রকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘ইসরাইলের যুদ্ধ পরিচালনার পদ্ধতি এবং ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদের প্রয়োগ ফিলিস্তিনিদের ওপর অমানবিক, ভয়াবহ ও মেনে নেওয়া যায় না—এমন ভোগান্তি চাপিয়ে দিচ্ছে।’

গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ। এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

এবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক মানুষ। শনিবার আল-তাহলিয়া রাউন্ডআবাউট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার মৃত ও আহতের ভিড়ে উপচে পড়ছে।’

এই হত্যাযজ্ঞ এমন এক সময়ে ঘটল যখন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের বিতর্কিত একটি ত্রাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে পরিচালিত এই ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করছে এমন এলাকায়, যা পুরোপুরি ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বহু পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থা এই ধরনের ত্রাণ কেন্দ্রকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘ইসরাইলের যুদ্ধ পরিচালনার পদ্ধতি এবং ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদের প্রয়োগ ফিলিস্তিনিদের ওপর অমানবিক, ভয়াবহ ও মেনে নেওয়া যায় না—এমন ভোগান্তি চাপিয়ে দিচ্ছে।’

গত ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫,৩৬২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু, নারী ও বয়স্ক মানুষ। এই ঘটনাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে, যেখানে নিরাপত্তা, খাদ্য ও চিকিৎসা—সবকিছুরই চরম সংকট বিরাজ করছে।