এবার ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র একটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক লিওন প্যানেটা।
এদিকে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান বলেছেন, দুই দশক আগে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্র ‘ভয়ংকর ভুল’ করেছিল। ওই আক্রমণ কয়েক বছর ধরে স্থায়ী একটি যুদ্ধের সূচনা করেছিল।
প্যানেটা সিএনএনকে বলেন, ‘এটি এমন একটি শিক্ষা, যা প্রেসিডেন্টের শেখা উচিত, কারণ তিনি যদি ইরানে হামলা করেন, তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র তখন একটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে।’
প্যানেটা, একসময় প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। তিনি সতর্ক করে দিয়েছেন, ইরান পাল্টা জবাব দিতে বাধ্য। তিনি বলেন, ‘সুতরাং, ভুল বুঝবেন না। এটি একটিমাত্র বিমান হামলা হতে পারে, তবে এটি অবশ্যই যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলবে।’
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 






















