ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজাতেও যুদ্ধবিরতির দাবি জানাল ইসরায়েলের বিরোধী নেতারা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এবার গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। খবর আল জাজিরা ইসরায়েলের মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর যেন গাজাতেও যুদ্ধবিরতির জন্য সম্মত হয় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোলান বলেন, ‘এখনই সময় মিশন সম্পূর্ণ করার। সব বন্দিদের ফিরিয়ে আনতে হবে, গাজায় যুদ্ধের ইতি টানতে হবে এবং সেই অভ্যুত্থান একেবারে বন্ধ করতে হবে, যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত ও অসহায় করে তুলছে।’ এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধীদলীয় নেতা ও ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদও একই আহ্বান জানিয়েছেন।

টাইমস অব ইসরায়েলকে তিনি বলেন, ‘এখন গাজার পালা। সেখানে কাজ শেষ করার সময় এসেছে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।’ বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের স্বজনেরাও।

এক বিবৃতিতে ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে, ‘যুদ্ধবিরতির এই উদ্যোগে গাজাকেও অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এমন আলোচনায় বসে, যার মাধ্যমে সকল আটক ব্যক্তির মুক্তি নিশ্চিত হবে এবং গাজায় যুদ্ধের অবসান ঘটবে।

জনপ্রিয় সংবাদ

মাদুরাইয়ে ৪ লাখ মানুষের সমাবেশে থালাপাতি বিজয়, বিজেপিকে আখ্যা দিলেন ‘আদর্শিক শত্রু’

গাজাতেও যুদ্ধবিরতির দাবি জানাল ইসরায়েলের বিরোধী নেতারা

আপডেট সময় ০২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

এবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এবার গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। খবর আল জাজিরা ইসরায়েলের মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর যেন গাজাতেও যুদ্ধবিরতির জন্য সম্মত হয় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোলান বলেন, ‘এখনই সময় মিশন সম্পূর্ণ করার। সব বন্দিদের ফিরিয়ে আনতে হবে, গাজায় যুদ্ধের ইতি টানতে হবে এবং সেই অভ্যুত্থান একেবারে বন্ধ করতে হবে, যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত ও অসহায় করে তুলছে।’ এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধীদলীয় নেতা ও ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদও একই আহ্বান জানিয়েছেন।

টাইমস অব ইসরায়েলকে তিনি বলেন, ‘এখন গাজার পালা। সেখানে কাজ শেষ করার সময় এসেছে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।’ বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের স্বজনেরাও।

এক বিবৃতিতে ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে, ‘যুদ্ধবিরতির এই উদ্যোগে গাজাকেও অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এমন আলোচনায় বসে, যার মাধ্যমে সকল আটক ব্যক্তির মুক্তি নিশ্চিত হবে এবং গাজায় যুদ্ধের অবসান ঘটবে।