ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ৭ ইসরায়েলি সেনার করুণ পরিণতির তথ্য জানালো আইডিএফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে সপ্তম সেনার নিহতের খবর তার পরিবারকে এখনও না জানানোর কারণে তার নাম গোপন রাখা হয়েছে।

বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার গাজায় নিহত হওয়া সাত সেনার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

মঙ্গলবার রাতে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় একই ইউনিটের অষ্টম সৈন্যও গুরুতর আহত হন এবং তার চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী। নিহত ছয় ইসরায়েলি সেনা হলেন— লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), সার্জেন্ট শাহার মানোভ(২১) এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন (২০)।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্ত অনুযায়ী, খান ইউনিসে সৈন্যরা যখন গাড়ি চালাচ্ছিল তখন একজন ফিলিস্তিনি যোদ্ধা পুমা সাঁজোয়া কমব্যাট ইঞ্জিনিয়ারিং গাড়িতে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালায়। এতে গাড়িটি বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়। ভেতরে থাকা সব সৈন্য আগুনে পুড়ে মারা যায়। তাদের পোড়া দেহাবশেষ পরে টেনে বের করা হয়।

আইডিএফ জানিয়েছে, খান ইউনিস এলাকায় আরেকটি পৃথক ঘটনায় গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের দুই সৈন্য আরপিজির গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার গাজার উত্তরে জাবালিয়ায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি করে। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

গাজায় ৭ ইসরায়েলি সেনার করুণ পরিণতির তথ্য জানালো আইডিএফ

আপডেট সময় ১১:৩৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিহত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে সপ্তম সেনার নিহতের খবর তার পরিবারকে এখনও না জানানোর কারণে তার নাম গোপন রাখা হয়েছে।

বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার গাজায় নিহত হওয়া সাত সেনার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

মঙ্গলবার রাতে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় একই ইউনিটের অষ্টম সৈন্যও গুরুতর আহত হন এবং তার চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী। নিহত ছয় ইসরায়েলি সেনা হলেন— লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), সার্জেন্ট শাহার মানোভ(২১) এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন (২০)।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্ত অনুযায়ী, খান ইউনিসে সৈন্যরা যখন গাড়ি চালাচ্ছিল তখন একজন ফিলিস্তিনি যোদ্ধা পুমা সাঁজোয়া কমব্যাট ইঞ্জিনিয়ারিং গাড়িতে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালায়। এতে গাড়িটি বিস্ফোরিত হয় এবং আগুন লেগে যায়। ভেতরে থাকা সব সৈন্য আগুনে পুড়ে মারা যায়। তাদের পোড়া দেহাবশেষ পরে টেনে বের করা হয়।

আইডিএফ জানিয়েছে, খান ইউনিস এলাকায় আরেকটি পৃথক ঘটনায় গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের দুই সৈন্য আরপিজির গুলিতে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার গাজার উত্তরে জাবালিয়ায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার দাবি করে। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল