ইসরায়েলে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন থেকে দেশটির উদ্দেশে চালানো হয়েছে এ হামলা। ইরানপন্থি হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ইসরায়েলের আকাশসীমায় ড্রোন পাঠানো হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ড্রোনটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইয়েমেন থেকে পাঠানো ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা প্রাপ্ত হয় এবং লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে হামলার সময় কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি, যা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়েছে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।
আল জাজিরা ও মেহের নিউজ নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন পাঠানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি