ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানি কৌশলগত সামরিক প্রধান আলী শাদমানি নিহতের কথা স্বীকার করলো তেহরান

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মঙ্গলবার এক প্রতিবেদনে আইআরজিসি সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির।

বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলার ফলে শাদমানি গুরুতর আহত হন এবং পরে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) ১৭ জুন জানায়, তারা “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে” আলী শাদমানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সফলভাবে তাকে হত্যা করেছে।

আলী শাদমানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির ‘যুদ্ধকালীন প্রধান কর্মী’ হিসেবে পরিচিত। ১৩ জুন তিনি খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তার পূর্বসূরি জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর

জনপ্রিয় সংবাদ

ভোটে অনিয়মে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি

ইরানি কৌশলগত সামরিক প্রধান আলী শাদমানি নিহতের কথা স্বীকার করলো তেহরান

আপডেট সময় ১১:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মঙ্গলবার এক প্রতিবেদনে আইআরজিসি সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করে। খবর বিবিসির।

বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলার ফলে শাদমানি গুরুতর আহত হন এবং পরে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) ১৭ জুন জানায়, তারা “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে” আলী শাদমানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সফলভাবে তাকে হত্যা করেছে।

আলী শাদমানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির ‘যুদ্ধকালীন প্রধান কর্মী’ হিসেবে পরিচিত। ১৩ জুন তিনি খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তার পূর্বসূরি জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর