সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণের জন্য নির্মিত নান্দনিক হাউসবোট ‘রাজহংস’ দখলে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মমিনুল হক বেনু—এমন অভিযোগ উঠেছে। দুই বছর ধরে পরিশ্রম করে হাউসবোটটি তৈরি করেন দীপংকর চৌধুরী।
তিনি অভিযোগ করেন, “আমার হাউসবোটের মালিকানায় একাধিক অংশীদার থাকলেও বিএনপি নেতা মমিনুল হক বেনু অবৈধভাবে এটি দখল করে নিয়েছেন। আমাদের কাউকেই হাউসবোটের কাছেও যেতে দিচ্ছেন না। বরং অপপ্রচার চালাচ্ছেন যে, আমি নাকি তাকে এটি বিক্রি করে দিয়েছি।”
দীপংকর আরও জানান, হাউসবোটটির দায়িত্বে থাকা শ্রমিক ফুল মিয়া মমিনুল হকের অনুরোধে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় ১৮ হাজার টাকা নিয়েছেন।
স্থানীয় পর্যটনপ্রেমীরা বলছেন, হাওরের পর্যটন ব্যবস্থাপনার স্বার্থেই এমন স্বেচ্ছাচারী দখল ও মালিকানা জটিলতা দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে মমিনুল হক বেনুর বক্তব্য পাওয়া যায়নি।