ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএলে সাকিবকে দলে নিলো লাহোর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

এবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।

গত ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচেই তিনি ৩৫ বলে ৫১ রান করেন এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমির হয়ে দুই মৌসুম খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি।

এদিকে সাকিব পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝ পথেই থমকে গিয়েছিল পিএসএল।

যদিও যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হওয়ার কথা পিএসএল। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আবার অনেকে ঝুঁকির কথা ভেবে পাকিস্তানে যাচ্ছেন না। ফলে বিদেশি ক্রিকেটারের সংকটের মধ্যে পড়েছে পিএসএল।

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রার্থীর সভায় আ. লীগ নেত্রী বললেন—১৭ বছর বিএনপি ছিল না, তাই উন্নয়ন হয়নি

পিএসএলে সাকিবকে দলে নিলো লাহোর

আপডেট সময় ১০:৪৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

এবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র।

গত ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচেই তিনি ৩৫ বলে ৫১ রান করেন এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। পরে তিনি পেশোয়ার জালমির হয়ে দুই মৌসুম খেলেছেন। তবে ইনজুরি ও অন্যান্য কারণে তিনি সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি।

এদিকে সাকিব পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মোট ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে । এবার পাকিস্তান ও ভারতের দ্বন্দ্বের কারণে মাঝ পথেই থমকে গিয়েছিল পিএসএল।

যদিও যুদ্ধ বিরতির পর ১৭ মে থেকে আবারও শুরু হওয়ার কথা পিএসএল। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আবার অনেকে ঝুঁকির কথা ভেবে পাকিস্তানে যাচ্ছেন না। ফলে বিদেশি ক্রিকেটারের সংকটের মধ্যে পড়েছে পিএসএল।