খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে, মিরাজ নামে আরও এক গুলিবিদ্ধ যুবক হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসা না নিয়ে তিনি পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, নিহত সাব্বির এবং আহত সাদ্দাম খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অন্যতম সহযোগী। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহত সাব্বির নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে এবং সাদ্দাম সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে। পালিয়ে যাওয়া মিরাজের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।