মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েল ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে প্রকাশ্যে তথ্য গোপন করছে। বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের পাঁচটি সামরিক লক্ষ্যবসুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ দিনের যুদ্ধের সময়ে ইরান ৪০টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সরাসরি সফল আঘাত হানেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এসব হামলার বিষয়েও কোনো মন্তব্য করেনি।
সুত্র জানায়, ইসরায়েলি ও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৮৪% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করলে, ২৪ ঘণ্টার মধ্যে ইরান প্রতিশোধ হিসেবে হামলা চালায়।
এরপর ২২ জুন মার্কিন ভারী বোমারু বিমান তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। একই সময় তেহরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মার্কিন কর্তৃপক্ষ জানায়।


























