ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিএনপির বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করে বলেছেন, “এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না।”
রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন, “আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থা কী? আমরা প্রতিদিন খবরের কাগজে যেটুকু দেখি, সেটাই বরফের উপরিভাগ। নিচে হাজার গুণ বেশি চাঁদাবাজি হয়। আওয়ামী লীগের সম্পদ গেছে কোথায়? এস আলম গ্রুপের সম্পদ, গাড়ি কোথায় গেছে—খুঁজলেই দেখবেন।”
তিনি আরও বলেন, “২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিল খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবনের দাপট। এখন ৯ মাসে ১৫০ খুন হচ্ছে। বিএনপি ভোট চাইবে কী যুক্তিতে? শুধু বলছে—আওয়ামী লীগ ঠেকাও। এতে তো মানুষ বলবে—বিএনপি ঠেকাও।”
আওয়ামী লীগের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি যদি দাবি করে তারা উন্নয়ন করেছে, তাহলে বলতে হয়—আওয়ামী লীগ করেছে হাজার গুণ বেশি। তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। কারণ—জুলুম, চাঁদাবাজি, মাস্তানি। আজ বিএনপিও সেই একই কাজ করছে।”
তিনি প্রশ্ন রাখেন, “বিএনপিকে ভোট দেওয়ার কোনো যুক্তি কি জনগণের সামনে উপস্থাপন করা যাচ্ছে? বিগত ভোট পাওয়ার ইতিহাস থাকলেই কি আগামীতেও তারা ভোট পাবে?”
তিনি আরও বলেন, “ভোলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ—এই ঘটনাও বিএনপির নামের পাশে জুড়ে গেছে। এ রকম আচরণ করে তারা কীভাবে জনগণের ভোট আশা করে?”
সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।