Home আন্তর্জাতিক ভারতে ওয়াকফ বিল ঘিরে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে আগুন

ভারতে ওয়াকফ বিল ঘিরে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে আগুন

এবার ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন মুসলিমরা। বিতর্কিত এ বিলের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন হাজারো মুসলিম জনতা। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা। এ ছাড়া মণিপুর রাজ্যে এক মুসলিম বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি আসকার আলী নামের ওই নেতা। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সূত্র। এ ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলী নামে ওই নেতার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন সংক্ষুব্ধ মুসলিমরা। মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন এদিন। 
বিজ্ঞাপন

সমাজসেবক এবং মুসলিম সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী। কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম এবং কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version