বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়েছেন। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারাদেশে বেড়ে চলা নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ কর্মসূচির অংশ ছিল এই বিক্ষোভ।
মির্জা ফখরুল বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও চক্র দেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে যা নতুন নয়। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে চাইছে। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে যা বিএনপিকে ভেতরে আটকে দেয়নি; বিএনপি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দাঁড়িয়ে আছে এবং ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম লাভ করছে।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করছেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা তখন আঘাত করছে। তিনি ষড়যন্ত্রকারীদের পরিকল্পনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, তাদের লক্ষ্য দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং গণতন্ত্রের কবর রচনা করা। তিনি স্পষ্ট করেন, ফ্যাসিস্টদের জনগণ বিতাড়িত করেছে এবং ভবিষ্যতেও তা হতে দেবে না, জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।