ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে মালা পরানোয় আলোচনায় পুলিশ কর্মকর্তা, বদলি গোপালগঞ্জে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ ফের আলোচনায় এসেছেন বিএনপির এক নেতাকে ফুলের মালা পরানোকে ঘিরে। সমালোচনার মুখে তাকে বদলি করে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) এই সংক্রান্ত আদেশ কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা। এর মধ্য দিয়ে তিনি নড়িয়া থানা থেকে গোপালগঞ্জে যোগ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিএনপির নড়িয়া উপজেলা সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন পরিদর্শক সুরুজ উদ্দিন। ওই ছবি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন একটি সংবাদের শিরোনাম করে প্রথম আলো গত মঙ্গলবার প্রতিবেদনও প্রকাশ করে— “বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা।”

এর আগে সুরুজ উদ্দিন আহম্মেদ ২০২৩ সালের ১৫ জুন পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকার সময় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭২ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। একই ঘটনায় একটি ছিনতাই মামলার চার আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পরে সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জে সংযুক্ত করার আদেশের কপি পেয়েছেন এবং তিনি শরীয়তপুর ছেড়ে গোপালগঞ্জে চলে গেছেন।

জনপ্রিয় সংবাদ

“চাঁদাবাজির অভিযোগে অপবাদ না দিয়ে প্রমাণ দিন”— ময়মনসিংহে বিএনপিকে চরমোনাই পীরের চ্যালেঞ্জ

বিএনপি নেতাকে মালা পরানোয় আলোচনায় পুলিশ কর্মকর্তা, বদলি গোপালগঞ্জে

আপডেট সময় ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ ফের আলোচনায় এসেছেন বিএনপির এক নেতাকে ফুলের মালা পরানোকে ঘিরে। সমালোচনার মুখে তাকে বদলি করে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) এই সংক্রান্ত আদেশ কার্যকর হয় বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা। এর মধ্য দিয়ে তিনি নড়িয়া থানা থেকে গোপালগঞ্জে যোগ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিএনপির নড়িয়া উপজেলা সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন পরিদর্শক সুরুজ উদ্দিন। ওই ছবি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এমন একটি সংবাদের শিরোনাম করে প্রথম আলো গত মঙ্গলবার প্রতিবেদনও প্রকাশ করে— “বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা।”

এর আগে সুরুজ উদ্দিন আহম্মেদ ২০২৩ সালের ১৫ জুন পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকার সময় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭২ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। একই ঘটনায় একটি ছিনতাই মামলার চার আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পরে সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা সুরুজ উদ্দিনকে গোপালগঞ্জে সংযুক্ত করার আদেশের কপি পেয়েছেন এবং তিনি শরীয়তপুর ছেড়ে গোপালগঞ্জে চলে গেছেন।