ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদ ইসলামের ঘোষণা মুন্সীগঞ্জে: “আরেকটি লড়াই আসছে, এবার নতুন বাংলাদেশ গড়ার”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জানি—আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই লড়াই শেষ না করে থামব না।”

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। কিন্তু ১০টা জায়গায় হামলা হলেও আমাদের থামানো যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, সেটা শেষ করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন বাংলাদেশে।”

তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ের কিছু নেই। আপনার সন্তান শহীদ হয়েছে, তার কথা বলতে হবে। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে পাড়ায় পাড়ায়। আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, তখন নিজেদের অধিকার আদায় করতেও পারব।”

প্রবাসীদের অধিকারের বিষয়টি তুলে ধরে নাহিদ বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে। আমরা তাদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। ইনশাআল্লাহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ না এলে দায় সরকারের: সালাহউদ্দিন আহমদ

নাহিদ ইসলামের ঘোষণা মুন্সীগঞ্জে: “আরেকটি লড়াই আসছে, এবার নতুন বাংলাদেশ গড়ার”

আপডেট সময় ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জানি—আমাদের সামনে আরেকটি লড়াই আসছে। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই লড়াই শেষ না করে থামব না।”

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। কিন্তু ১০টা জায়গায় হামলা হলেও আমাদের থামানো যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, সেটা শেষ করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন বাংলাদেশে।”

তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভয়ের কিছু নেই। আপনার সন্তান শহীদ হয়েছে, তার কথা বলতে হবে। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে পাড়ায় পাড়ায়। আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, তখন নিজেদের অধিকার আদায় করতেও পারব।”

প্রবাসীদের অধিকারের বিষয়টি তুলে ধরে নাহিদ বলেন, “মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে। আমরা তাদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। ইনশাআল্লাহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।