ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। যারা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, তাদের পরিবর্তে এবার আমাদের একবার সুযোগ দিন।”
রবিবার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আওয়ামী লীগ হলো শাহী আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। আমরা ২০০১ সালে বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতায় বসালেও তারা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আমরা চাই চাঁদাবাজমুক্ত, নৈতিকতায় ভরপুর দেশ।”
ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে কাঁটাতারের পার্থক্য আসল বিষয় নয়, পার্থক্য হলো আদর্শ ও নীতির। ইসলামকে দুর্বল করতে পারলে তারা একদিন বাংলাদেশকেও গিলে ফেলবে। যেমন করেছে সিকিম, কাশ্মীর ও হায়দরাবাদের ক্ষেত্রে। সতর্ক না থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ একই পরিণতির দিকে যেতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।