জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটবে।”
বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা হালিম বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আসলে ভোটারদের গুরুত্ব বাড়াতেই এ পদ্ধতি প্রয়োজন। বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা এজন্যই এ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই সংগঠিত হতে হবে। এজন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।