ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির নারীদের নিয়ে নোংরা রাজনীতির চর্চা করছে। সোমবার মধুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদ প্যানেলের প্রার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম খান বলেন, “যারা গুপ্ত রাজনীতি করছে, তাদের চিহ্নিত করতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন।
শিবিরের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও জানান, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচারের আগ পর্যন্ত তারা তাদের অধিকার ভোগ করবে, তবে রাজনৈতিক অধিকার তাদের নেই।”
ছাত্রদলের এই ভিপি প্রার্থী আরও অভিযোগ করেন, অন্যান্য প্যানেলে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
























