ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং রোজার সুন্নতকে পুনর্জীবিত করার লক্ষ্যে বিশ্বের ৫০টি দেশের অন্তত ১৫০ জন আলেম আজ (বৃহস্পতিবার) রোজা রাখছেন।
তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার (২২ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক সম্মেলনে অংশ নিতে জড়ো হয়ে আলেমরা এই ঘোষণা দেন।
সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেন, “গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে অভুক্ত ও তৃষ্ণার্ত রেখেছে। তারা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। রোজা রাখার মাধ্যমে আমরা তাদের কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করছি।”
২২ আগস্ট শুরু হওয়া ওই সম্মেলন চলবে শুক্রবার (২৯ আগস্ট) পর্যন্ত। সম্মেলনে আলেমরা গাজার চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলন থেকে যে সব আহ্বান জানানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য—
-
অবিলম্বে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা
-
খাদ্য, পানি, ওষুধসহ জরুরি ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর খোলা
-
মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো
-
এবং ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের আওতায় আনা।