গাজার চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক। পাশাপাশি দেশটির আকাশসীমাও ইসরায়েলের বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে আঙ্কারা। শুক্রবার তুর্কি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, “গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে আসছে; বিশ্ববাসীর চোখের সামনে মানবতার মৌলিক মূল্যবোধকে অবজ্ঞা করছে।” ফিদান আরও অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসী নীতি শুধু গাজায় সীমাবদ্ধ নয়, বরং লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানেও সংঘাত ছড়িয়ে দিচ্ছে। তার ভাষায়, “ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, যা আন্তর্জাতিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।”
এদিকে, আল জাজিরা জানায়, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন প্রাণ হারান কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডোর এলাকায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২২ জনে, যার মধ্যে ১২১ জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন আহত হয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জায়তুন ও সাবরা এলাকায় প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা