বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম।
প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা।
প্রেভো বলেন, ফিলিস্তিন, বিশেষ করে গাজা অঞ্চলে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে জুলাইয়ে ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যের প্রায় ৭৫%।
জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ৯-২৩ সেপ্টেম্বর, নিউইয়র্কে।