রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বেইজিংয়ে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার ফাঁকে এই বৈঠক হয় বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে যোগ দিতে কিম জং উনকে নিজ গাড়িতে করে নিয়ে যান পুতিন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আলোচনায় কিমের সৈন্যরা ‘নব্য-নাৎসিবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের পর কিম জং উনকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। অপরদিকে রিয়া নোভোস্তির খবরে বলা হয়েছে, কিম রুশ নেতার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন এবং শিগগিরই নতুন বৈঠক হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
চীনের আয়োজিত সামরিক কুচকাওয়াজে বিশ্বের দুই ডজনেরও বেশি দেশের নেতারা অংশ নেন। এর মধ্যে মিয়ানমারের মতো কয়েকটি দেশ সম্প্রতি চীনের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনেছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি