সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বুধবার রাত ৯টা ৪২ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন লিটন দাস। ওপেনার সাইফ হাসান করেন ১২ রান। এরপর লিটনের ব্যাটে আসে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ড।
লিটন শেষ পর্যন্ত ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে আউট হন। এছাড়া শামিম হোসেন ১৯, জাকের আলি অপরাজিত ২০ ও নুরুল হাসান অপরাজিত ২২ রান করেন।
১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। এ সময় আবারো বৃষ্টি নামলে আর মাঠে নামা সম্ভব হয়নি।
নেদারল্যান্ডসের কাইল ক্লাইন নেন সর্বোচ্চ ৩ উইকেট। তিন ম্যাচে ১৪৫ রান করে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।