ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,২০০ ছাড়াল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ উদ্ধার করেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে প্রায় ৯৮ শতাংশ ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।

রোববার আঘাত হানা ৬ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২,২০৫ জন নিহত ও ৩,৬৪০ জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

কুনার প্রদেশের এক বাসিন্দা আলেম জান জানান, তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। হাতে শুধু একটি ব্যাগভর্তি কাপড় নিয়ে তিনি পরিবারসহ গাছতলায় আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পটি কুনার ও নাঙ্গারহার প্রদেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনে অন্তত ৬ হাজার ৭০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়ে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, অনেক সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা কমে আসছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তার চাহিদা দ্রুত বাড়ছে।

ব্রিটিশ-ভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের মূল্যায়নে বলা হয়েছে, কুনারের কিছু গ্রামে প্রতি তিনজনের মধ্যে দুজন নিহত বা আহত হয়েছেন। সেখানে প্রায় সব ভবনই ধ্বংস হয়ে গেছে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,২০০ ছাড়াল

আপডেট সময় ০৮:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ উদ্ধার করেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে প্রায় ৯৮ শতাংশ ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।

রোববার আঘাত হানা ৬ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২,২০৫ জন নিহত ও ৩,৬৪০ জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৮৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

কুনার প্রদেশের এক বাসিন্দা আলেম জান জানান, তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। হাতে শুধু একটি ব্যাগভর্তি কাপড় নিয়ে তিনি পরিবারসহ গাছতলায় আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পটি কুনার ও নাঙ্গারহার প্রদেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনে অন্তত ৬ হাজার ৭০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়ে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, অনেক সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা কমে আসছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তার চাহিদা দ্রুত বাড়ছে।

ব্রিটিশ-ভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের মূল্যায়নে বলা হয়েছে, কুনারের কিছু গ্রামে প্রতি তিনজনের মধ্যে দুজন নিহত বা আহত হয়েছেন। সেখানে প্রায় সব ভবনই ধ্বংস হয়ে গেছে।

সূত্র: রয়টার্স