ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের ভুয়া আইডি প্রসঙ্গে ছাত্রদল নেতার অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়ে ইসলামী ছাত্রশিবিরের ভুয়া ফেসবুক আইডি (বট অ্যাকাউন্ট) বেশি—এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোনো এলাকায় শিবিরের মাত্র ১০ জন সদস্য থাকলেও তাদের একজন সভাপতি ফেসবুকে পোস্ট দিলে সেখানে ১০ হাজারের বেশি কমেন্ট দেখা যায়। এগুলোর অধিকাংশই ভুয়া আইডি থেকে করা হয়।”

অমান বলেন, প্রকৃত জনপ্রিয়তা যাচাইয়ের জায়গা হলো ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচন। এসব হলে বোঝা যাবে শিবিরের জনভিত্তি কোথায়। তিনি শিবিরকে আহ্বান জানিয়ে বলেন, “আসল জনবল থাকলে তা প্রকাশ করুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা যাবে না।”

ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকার প্রশ্নে তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেওয়া হয়। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছেন না।

এছাড়া তিনি দাবি করেন, শিবিরের কর্মীরা বাম সংগঠন ও অন্যান্য সংগঠনে অনুপ্রবেশ করে সেসব দলে পদ বাগিয়ে রাখছে।

জনপ্রিয় সংবাদ

শিবিরের ভুয়া আইডি প্রসঙ্গে ছাত্রদল নেতার অভিযোগ

আপডেট সময় ১২:৫৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে যত জনসংখ্যা আছে, তার চেয়ে ইসলামী ছাত্রশিবিরের ভুয়া ফেসবুক আইডি (বট অ্যাকাউন্ট) বেশি—এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোনো এলাকায় শিবিরের মাত্র ১০ জন সদস্য থাকলেও তাদের একজন সভাপতি ফেসবুকে পোস্ট দিলে সেখানে ১০ হাজারের বেশি কমেন্ট দেখা যায়। এগুলোর অধিকাংশই ভুয়া আইডি থেকে করা হয়।”

অমান বলেন, প্রকৃত জনপ্রিয়তা যাচাইয়ের জায়গা হলো ডাকসু, রাকসু, জাকসুর নির্বাচন। এসব হলে বোঝা যাবে শিবিরের জনভিত্তি কোথায়। তিনি শিবিরকে আহ্বান জানিয়ে বলেন, “আসল জনবল থাকলে তা প্রকাশ করুন। আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্ররাজনীতিতে টিকে থাকা যাবে না।”

ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকার প্রশ্নে তিনি অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেওয়া হয়। ফলে অনেকে ছাত্রদলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছেন না।

এছাড়া তিনি দাবি করেন, শিবিরের কর্মীরা বাম সংগঠন ও অন্যান্য সংগঠনে অনুপ্রবেশ করে সেসব দলে পদ বাগিয়ে রাখছে।