ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ ঘোষণা দেন। মাহিন বলেন, “ডাকসু নির্বাচন ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমি মনে করি, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই লড়াই আরও শক্তিশালী করা সম্ভব। তাই জিএস পদে আমি প্রার্থিতা প্রত্যাহার করছি এবং বাকের মজুমদারকে সমর্থন জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগছাসের অন্যান্য নেতাকর্মীরাও। তারা মাহিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানান, এটি ছাত্রসমাজের ঐক্যের পথ সুগম করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ইতিমধ্যে জমে উঠেছে। মাহিন সরকারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডাকসু নির্বাচনে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার, সমর্থন জানালেন বাকের মজুমদারকে
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ