ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে জামায়াত-ই-ইসলামের আমির হাফিজ নাঈমুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) তার বক্তব্য সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
হাফিজ নাঈমুর রহমান বলেন, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। ঢাবির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। এটি দেশের শিক্ষার্থী ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভারতের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে সহায়ক হবে।’
তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য কৃতিত্ব দিয়েছেন। তবে পোস্টটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে মুছে ফেলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।