দখলদার ইসরায়েলের হামলার পর কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবাসিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাবেন। একইসঙ্গে কাতারের জনগণ ও নেতৃত্বের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করবেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা, ইসরায়েলের অকারণ হামলা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও মতবিনিময় হবে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী কাতারি নেতৃত্বকে আশ্বস্ত করবেন যে, সংকটের সময় পাকিস্তান সবসময় কাতারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই সফরের মধ্য দিয়ে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে পাকিস্তানের অকুণ্ঠ সমর্থন পুনরায় ঘোষণা করা হয়েছে।