বিগত সরকারের সময় বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের জন্য আবেদন আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ২০০৯ হতে ০৪ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এর আগে, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত বা বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা পুনর্বহাল, পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি উত্থাপন করেছেন। তারা সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কমিশন গঠন এবং সামরিক আইন সংস্কারেরও দাবি জানিয়েছেন।
বঞ্চিত সেনা কর্মকর্তাদের সশস্ত্র বাহিনী বিভাগের নতুন নির্দেশনা
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১১:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ