হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টিভিতে এক বিবৃতিতে বলেন, তাদের ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে আঘাত হানেছে। এছাড়া দুটি ড্রোন এলাতের রামন বিমানবন্দর ও নেগেভের অন্য একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ও ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইয়েমেনি গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি জানান, ভবিষ্যতে হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি স্থাপনকারী অঞ্চলে লক্ষ্য করা হবে এবং শত্রুদের বুঝতে হবে, ইয়েমেনি জনগণের রক্ত মূল্যবান।
এর আগে, ইসরায়েলি যুদ্ধবিমান সানা ও আল-জওফে বিমান হামলা চালিয়ে ৩০ এর বেশি বেসামরিক নাগরিককে হত্যা ও ১৩০ জনের বেশি আহত করেছে। হামলায় চিকিৎসাকেন্দ্র, সরকারি ভবন এবং সাংবাদিক কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনি বাহিনী জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজার স্থল ও আকাশ হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।