ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টিভিতে এক বিবৃতিতে বলেন, তাদের ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে আঘাত হানেছে। এছাড়া দুটি ড্রোন এলাতের রামন বিমানবন্দর ও নেগেভের অন্য একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ও ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইয়েমেনি গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি জানান, ভবিষ্যতে হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি স্থাপনকারী অঞ্চলে লক্ষ্য করা হবে এবং শত্রুদের বুঝতে হবে, ইয়েমেনি জনগণের রক্ত মূল্যবান।

এর আগে, ইসরায়েলি যুদ্ধবিমান সানা ও আল-জওফে বিমান হামলা চালিয়ে ৩০ এর বেশি বেসামরিক নাগরিককে হত্যা ও ১৩০ জনের বেশি আহত করেছে। হামলায় চিকিৎসাকেন্দ্র, সরকারি ভবন এবং সাংবাদিক কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি বাহিনী জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজার স্থল ও আকাশ হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আপডেট সময় ০২:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল-মাসিরাহ টিভিতে এক বিবৃতিতে বলেন, তাদের ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে আঘাত হানেছে। এছাড়া দুটি ড্রোন এলাতের রামন বিমানবন্দর ও নেগেভের অন্য একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

হামলাগুলোকে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড ও ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইয়েমেনি গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি জানান, ভবিষ্যতে হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও বসতি স্থাপনকারী অঞ্চলে লক্ষ্য করা হবে এবং শত্রুদের বুঝতে হবে, ইয়েমেনি জনগণের রক্ত মূল্যবান।

এর আগে, ইসরায়েলি যুদ্ধবিমান সানা ও আল-জওফে বিমান হামলা চালিয়ে ৩০ এর বেশি বেসামরিক নাগরিককে হত্যা ও ১৩০ জনের বেশি আহত করেছে। হামলায় চিকিৎসাকেন্দ্র, সরকারি ভবন এবং সাংবাদিক কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি বাহিনী জানিয়ে দিয়েছে, ইসরায়েল গাজার স্থল ও আকাশ হামলা বন্ধ না করা পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৪,৬৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।