ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের পদত্যাগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে তিনি পদত্যাগের কারণ স্পষ্ট করেননি।

ফেসবুক পোস্টে হাসিব উল্লেখ করেন, গত ১৯ আগস্ট তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দায়িত্বকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন বলে জানান।

তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।

হাসিব বলেন, সত্য ও ন্যায়ের মিছিলে তিনি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে হাসিব স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা গেছে, তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদেও মনোনয়ন জমা দেন। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের ভেতর তীব্র অসন্তোষ থেকেই তার এই পদত্যাগ হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলসহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিবিদ

ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের পদত্যাগ

আপডেট সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে তিনি পদত্যাগের কারণ স্পষ্ট করেননি।

ফেসবুক পোস্টে হাসিব উল্লেখ করেন, গত ১৯ আগস্ট তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দায়িত্বকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন বলে জানান।

তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।

হাসিব বলেন, সত্য ও ন্যায়ের মিছিলে তিনি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে হাসিব স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা গেছে, তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদেও মনোনয়ন জমা দেন। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের ভেতর তীব্র অসন্তোষ থেকেই তার এই পদত্যাগ হয়েছে বলে ধারণা করছেন অনেকে।