বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তবে তিনি পদত্যাগের কারণ স্পষ্ট করেননি।
ফেসবুক পোস্টে হাসিব উল্লেখ করেন, গত ১৯ আগস্ট তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দায়িত্বকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন বলে জানান।
তিনি আরও লিখেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।
হাসিব বলেন, সত্য ও ন্যায়ের মিছিলে তিনি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে হাসিব স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা গেছে, তিনি একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদেও মনোনয়ন জমা দেন। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের ভেতর তীব্র অসন্তোষ থেকেই তার এই পদত্যাগ হয়েছে বলে ধারণা করছেন অনেকে।