ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদাবরে পূর্বশত্রুতার জেরে চাপাতি দিয়ে যুবককে হত্যা, স্ত্রী ও ছেলে আহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরে পূর্বশত্রুতার জেরে রিপন (৩৫) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে ইমন (১৮)। ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার একটি ভাড়া বাড়িতে।

আহত আরজু বেগম জানিয়েছেন, তারা বালুর মাঠ এলাকার রহমান মিয়ার গলিতে টিনশেড ভাড়া বাড়িতে বসবাস করেন। রিপন পাশের বাড়িতে চায়ের দোকান পরিচালনা করতেন। সকালে তারা ঘুমিয়ে ছিলেন, তখনই একই এলাকার বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ কয়েকজন বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে রিপনকে এলোপাতাড়ি কোপা শুরু করে। তাকে বাঁচাতে গেলে আরজু ও ইমনও আঘাতপ্রাপ্ত হন।

আহত আরজু অভিযোগ করেন, বেল্টু মনির ও তার ভাই বাবু এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি। পূর্বের বিভিন্ন বিরোধের কারণে এই হামলা করা হয়েছে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রিপনকে কুপিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

আদাবরে পূর্বশত্রুতার জেরে চাপাতি দিয়ে যুবককে হত্যা, স্ত্রী ও ছেলে আহত

আপডেট সময় ১২:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আদাবরে পূর্বশত্রুতার জেরে রিপন (৩৫) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে ইমন (১৮)। ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার একটি ভাড়া বাড়িতে।

আহত আরজু বেগম জানিয়েছেন, তারা বালুর মাঠ এলাকার রহমান মিয়ার গলিতে টিনশেড ভাড়া বাড়িতে বসবাস করেন। রিপন পাশের বাড়িতে চায়ের দোকান পরিচালনা করতেন। সকালে তারা ঘুমিয়ে ছিলেন, তখনই একই এলাকার বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ কয়েকজন বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে রিপনকে এলোপাতাড়ি কোপা শুরু করে। তাকে বাঁচাতে গেলে আরজু ও ইমনও আঘাতপ্রাপ্ত হন।

আহত আরজু অভিযোগ করেন, বেল্টু মনির ও তার ভাই বাবু এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি। পূর্বের বিভিন্ন বিরোধের কারণে এই হামলা করা হয়েছে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, সকালে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রিপনকে কুপিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনার পর তদন্ত চলছে।