ইসরায়েল–ফিলিস্তিন সংকট যখন নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক এমন সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের হাতে তুলে দেওয়া হলো মুসলিম–খ্রিস্টান সহাবস্থানের এক ঐতিহাসিক দলিল। ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে আয়োজিত এক বৈঠকে জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিউফিলাস তৃতীয় (থিউফিলাস জিয়ানোপোলোস) প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে ৭ম শতকের ‘আল আহদুল উমরিয়াহ’ বা ‘ওমরের চুক্তিপত্র’-এর ফ্রেমবন্দী অনুলিপি তুলে দেন।
৬৩৮ খ্রিস্টাব্দে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) খ্রিস্টানদের সঙ্গে এ নিরাপত্তা চুক্তি সম্পাদন করেন। দলিলে খ্রিস্টানদের জীবন, সম্পদ, গির্জা ও ধর্মচর্চার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়। উল্লেখ রয়েছে—গির্জা ধ্বংস বা দখল করা যাবে না, ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গির্জার সীমানা হ্রাস করা যাবে না, তাদের সম্পদ ও ক্রুশ নিরাপদ থাকবে। তবে জেরুজালেমে ইহুদিদের বসবাসের অনুমতি থাকবে না এবং খ্রিস্টানদের অন্যান্য শহরের নাগরিকদের মতো জিজিয়া কর প্রদান করতে হবে।
এই প্রতীকী হস্তান্তরকে তুরস্ক–জেরুজালেম সম্পর্কের নতুন দিক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজা ও জেরুজালেম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই দলিল মুসলিম–খ্রিস্টান ঐতিহাসিক সহাবস্থানের এক শক্তিশালী বার্তা দিচ্ছে।