ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প হোয়াইট হাউসে আতিথ্য দেবেন নেতানিয়াহুকে, গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (সোমবার) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আতিথ্য দেবেন। পাশাপাশি গাজা শান্তি পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা।

এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “গাজার ব্যাপারে প্রথমবারের মতো বিশেষ কিছু হওয়ার অপেক্ষা রয়েছে। আমরা এটি করে দেখাবো।” তবে সাম্প্রতিক সময়ে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতানিয়াহু কোনও কার্যকর পদক্ষেপ নেননি। গত শুক্রবার জাতিসঙ্ঘে এক ভাষণে তিনি হামাসের বিরুদ্ধে “কাজ সম্পন্ন করার” প্রতিশ্রুতি দেন এবং সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত ফিলিস্তিন রাষ্ট্রকে অবরুদ্ধ করারও অঙ্গীকার করেন।

এএফপি জানিয়েছে, নেতানিয়াহু গাজা সিটিতে সামরিক অভিযান বন্ধ করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ প্রেস কনফারেন্স করবেন।

(সূত্র: এএফপি/বাসস)

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

ট্রাম্প হোয়াইট হাউসে আতিথ্য দেবেন নেতানিয়াহুকে, গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা

আপডেট সময় ১২:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (সোমবার) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আতিথ্য দেবেন। পাশাপাশি গাজা শান্তি পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা।

এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “গাজার ব্যাপারে প্রথমবারের মতো বিশেষ কিছু হওয়ার অপেক্ষা রয়েছে। আমরা এটি করে দেখাবো।” তবে সাম্প্রতিক সময়ে গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতানিয়াহু কোনও কার্যকর পদক্ষেপ নেননি। গত শুক্রবার জাতিসঙ্ঘে এক ভাষণে তিনি হামাসের বিরুদ্ধে “কাজ সম্পন্ন করার” প্রতিশ্রুতি দেন এবং সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত ফিলিস্তিন রাষ্ট্রকে অবরুদ্ধ করারও অঙ্গীকার করেন।

এএফপি জানিয়েছে, নেতানিয়াহু গাজা সিটিতে সামরিক অভিযান বন্ধ করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ প্রেস কনফারেন্স করবেন।

(সূত্র: এএফপি/বাসস)