ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে অনুশোচনা নেই সাকিবের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্টের আন্দোলনের সময় আমেরিকায় অবস্থান করছিলেন সাকিব আল হাসান। এই আন্দোলন ঘিরে জনআকাঙ্ক্ষার বিপরীতে নিশ্চুপ ছিলেন তিনি। যার কারণে ব্যাপক সামালোচিত হন সাবেক এই টাইগার অধিনায়ক।

 

 

‘জনশত্রু’ খেতাব পান সাকিব। তবে আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বরং মানুষ ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে বলে জানিয়েছেন সাকিব।

 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তবে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন তিনি। চলতি বছর সিপিএল ও কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন মাইনর লিগ ক্রিকেটেও (এমআইএলসি)। আটলান্টা ফায়ারের হয়ে শিরোপা জেতা সাকিব সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকবাজকে।

 

 

আন্দোলনের সময় নিজের অবস্থান প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল।’

 

তিনি আরও বলেন, ‘আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।’

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে অনুশোচনা নেই সাকিবের

আপডেট সময় ০৯:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। জুলাই-আগস্টের আন্দোলনের সময় আমেরিকায় অবস্থান করছিলেন সাকিব আল হাসান। এই আন্দোলন ঘিরে জনআকাঙ্ক্ষার বিপরীতে নিশ্চুপ ছিলেন তিনি। যার কারণে ব্যাপক সামালোচিত হন সাবেক এই টাইগার অধিনায়ক।

 

 

‘জনশত্রু’ খেতাব পান সাকিব। তবে আন্দোলনে নিশ্চুপ থাকা নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বরং মানুষ ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে বলে জানিয়েছেন সাকিব।

 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তবে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন তিনি। চলতি বছর সিপিএল ও কানাডা গ্লোবাল টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন মাইনর লিগ ক্রিকেটেও (এমআইএলসি)। আটলান্টা ফায়ারের হয়ে শিরোপা জেতা সাকিব সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকবাজকে।

 

 

আন্দোলনের সময় নিজের অবস্থান প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল।’

 

তিনি আরও বলেন, ‘আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।’