ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অছাত্র ও ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

অছাত্র ও ছাত্রলীগের প্রভাবশালীদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদল কলেজ কমিটি অনুমোদন দেয়।

 

মানববন্ধনে অভিযোগ করা হয়—নবঘোষিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়লকে সভাপতি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও ছাত্রলীগের ঘনিষ্ঠদের বসানো হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্যান্য নেতাকর্মী।

 

সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন, “ছাত্রলীগের কর্মীদের কারণে আমাদের লেখাপড়ার ক্ষতি হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের নেতৃত্বে আসে? আমরা এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাই।”

 

সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন, “আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি। যারা সেই হামলা চালিয়েছে, আজ তারাই সভাপতি-সম্পাদক! এটা মেনে নেওয়া যায় না।”

 

 

সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন, “যারা অতীতে আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে ছাত্রদলের কমিটি—এটা ছাত্রদলের কর্মীরা কোনোভাবেই মানবে না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।”

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

অছাত্র ও ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের

আপডেট সময় ০৮:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

অছাত্র ও ছাত্রলীগের প্রভাবশালীদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদল কলেজ কমিটি অনুমোদন দেয়।

 

মানববন্ধনে অভিযোগ করা হয়—নবঘোষিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়লকে সভাপতি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও ছাত্রলীগের ঘনিষ্ঠদের বসানো হয়েছে বলে দাবি করেন নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্যান্য নেতাকর্মী।

 

সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন, “ছাত্রলীগের কর্মীদের কারণে আমাদের লেখাপড়ার ক্ষতি হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের নেতৃত্বে আসে? আমরা এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাই।”

 

সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন, “আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি। যারা সেই হামলা চালিয়েছে, আজ তারাই সভাপতি-সম্পাদক! এটা মেনে নেওয়া যায় না।”

 

 

সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন, “যারা অতীতে আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে ছাত্রদলের কমিটি—এটা ছাত্রদলের কর্মীরা কোনোভাবেই মানবে না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।”