ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ‘দুর্গেই’ যুবদলের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঐতিহাসিক পাটগাতী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এক বর্ণাঢ্য যুব সমাবেশের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।

 

১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি ছিল এর মূল লক্ষ্য।

 

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা। দুপুর থেকেই উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। সমাবেশস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের এবং জেলা যুবদলের সভাপতি মো. রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জিলানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শই বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, “একটি দল দাবি করে গোপালগঞ্জের সমস্ত ভোট তাদের, তাহলে ইউনিয়ন পরিষদের মতো জায়গায় নৌকা দিয়ে মনোনয়ন কেন দিল? রাত হলে তাদের মাথা ঠিক থাকে না ভোট কাটার জন্য। ভোট কেটে বাক্স ভরে চেয়ারম্যান বানিয়েছে, তারা দেশের জন্য কী করেছে?” তিনি আরও বলেন, তাদের বিশ্বাস ছিল না গোপালগঞ্জের মানুষ নৌকায় ভোট দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াসহ গোপালগঞ্জের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশে আজ ন্যায়বিচার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এই পরিস্থিতিতে যুবদল দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

সবশেষে পুরো পাটগাতী বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিজয় শোভাযাত্রা বের করা হয়।

জনপ্রিয় সংবাদ

সারজিসের সঙ্গে সাবেক সমন্বয়ক দাড়ি ওমরের বাকবিতণ্ডা

আওয়ামী লীগের ‘দুর্গেই’ যুবদলের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ

আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নানা কর্মসূচির মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ঐতিহাসিক পাটগাতী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এক বর্ণাঢ্য যুব সমাবেশের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।

 

১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি ছিল এর মূল লক্ষ্য।

 

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা। দুপুর থেকেই উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। সমাবেশস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের এবং জেলা যুবদলের সভাপতি মো. রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. জিলানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শই বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, “একটি দল দাবি করে গোপালগঞ্জের সমস্ত ভোট তাদের, তাহলে ইউনিয়ন পরিষদের মতো জায়গায় নৌকা দিয়ে মনোনয়ন কেন দিল? রাত হলে তাদের মাথা ঠিক থাকে না ভোট কাটার জন্য। ভোট কেটে বাক্স ভরে চেয়ারম্যান বানিয়েছে, তারা দেশের জন্য কী করেছে?” তিনি আরও বলেন, তাদের বিশ্বাস ছিল না গোপালগঞ্জের মানুষ নৌকায় ভোট দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াসহ গোপালগঞ্জের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশে আজ ন্যায়বিচার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এই পরিস্থিতিতে যুবদল দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

সবশেষে পুরো পাটগাতী বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিজয় শোভাযাত্রা বের করা হয়।