ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য; পুবাইল থানার ওসি প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।

 

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের স্বাক্ষরিত একটি অফিস আদেশে তাকে পূবাইল থানার দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

 

অফিস আদেশ অনুযায়ী, ওসি আমিরুল ইসলাম তার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।

 

 

এর আগে গত ২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়—ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যসংবলিত ফেসবুক পোস্টে মন্তব্য করে ওসি আমিরুল ইসলাম লেখেন, ‘জামায়াতের লোকেরা স্বাধীনতা-বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।’

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান বলেন, অভিযোগ পেয়ে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য; পুবাইল থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।

 

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের স্বাক্ষরিত একটি অফিস আদেশে তাকে পূবাইল থানার দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

 

অফিস আদেশ অনুযায়ী, ওসি আমিরুল ইসলাম তার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।

 

 

এর আগে গত ২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়—ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যসংবলিত ফেসবুক পোস্টে মন্তব্য করে ওসি আমিরুল ইসলাম লেখেন, ‘জামায়াতের লোকেরা স্বাধীনতা-বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।’

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান বলেন, অভিযোগ পেয়ে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।