ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার সাক্ষাৎকারের ব্যাপারে যা বললেন প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনা সাক্ষাৎকার যারা নিচ্ছেন, তাদেরকে তার আগের কর্মকাণ্ড মনে রাখতে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

বিদেশি গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কী—সংবাদ সম্মেলনে এমন একটি প্রশ্ন করা হয় প্রেস সচিবকে। জবাবে তিনি বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। আর সাক্ষাৎকারটি তারা এখনও পড়েননি। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন।

 

 

এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, যারা তার (হাসিনা) ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। এছাড়া, আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

 

প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।

 

 

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে দলটির সমর্থকদেরকে ভোট বর্জনের কথা বলেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল…সেই অনুযায়ী কেউ কেউ হয়তো-বা দু-একটা ডলার পান, এই তো।

জনপ্রিয় সংবাদ

হাসিনার সাক্ষাৎকারের ব্যাপারে যা বললেন প্রেস সচিব

আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনা সাক্ষাৎকার যারা নিচ্ছেন, তাদেরকে তার আগের কর্মকাণ্ড মনে রাখতে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

বিদেশি গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান কী—সংবাদ সম্মেলনে এমন একটি প্রশ্ন করা হয় প্রেস সচিবকে। জবাবে তিনি বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। আর সাক্ষাৎকারটি তারা এখনও পড়েননি। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন।

 

 

এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, যারা তার (হাসিনা) ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। এছাড়া, আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

 

প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।

 

 

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে দলটির সমর্থকদেরকে ভোট বর্জনের কথা বলেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল…সেই অনুযায়ী কেউ কেউ হয়তো-বা দু-একটা ডলার পান, এই তো।