খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়িমুখ বাজারসংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে ২৪ আর্টিলারি ব্রিগেডের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সদস্যরা কাঠ পাচার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে। সেনা টহল দল পৌঁছালে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, ইউপিডিএফ সম্প্রতি “সেনা উপস্থিতির নামে দমন-পীড়ন” অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে, অথচ বাস্তবে সংগঠনটি এলাকায় সশস্ত্র কার্যক্রম ও অবৈধ কাঠ বাণিজ্যে জড়িত।
জোন কর্তৃপক্ষ আরও জানায়, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।


















