গাজীপুরের নির্যাতিতা মুসলিম বালিকা আশা মনির ঘটনা থেকে খতিব মুহিব্বুল্লাহ সংক্রান্ত ঘটনাপ্রবাহ গভীর কোন ষড়যন্ত্রের আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে এ মন্তব্য করেন।
মামুনুল হক সতর্ক করে বলেন, ঘটনার প্রতিক্রিয়ায় কারো কোন ব্যক্তিগত প্রক্রিয়াজনিত ভুল-ত্রুটি হতেই পারে। তাকে কেন্দ্র করে পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।
তিনি প্রশাসনের প্রতি অভিযোগ করে বলেন, আমি নিজেও প্রশাসন ও পুলিশের এমন ভয়ংকর ষড়যন্ত্রের শিকার। আমার পরিবারকে তারা এমন পরিস্থিতির সম্মুখীন করেছিল যে, গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ঘটনা আরো জঘন্য ও ন্যক্কারজনক ছিল।
জরুরি তদন্তের আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, চলমান গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাকে সরলভাবে বিশ্লেষণ করার কোন সুযোগ নেই। অভিযুক্ত প্রশাসনের উপরেও আস্থা রাখা কঠিন। বিচার বিভাগীয় কিংবা নিরপেক্ষ শক্তিশালী তদন্ত ও যাচাই হওয়া দেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্ব রক্ষার স্বার্থে জরুরী মনে করছি।
শীর্ষ আলেমদের পক্ষ থেকে একটি তদন্তকার্যক্রম পরিচালিত হতে পারে।
ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কিংবা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেয়ার কিংবা গুম-খুন অথবা গ্রেফতারের কোন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল মহল সজাগ থাকা চাই।



















